ডুয়েল-ইনভার্টার এসি কি?

0
1534
ডুয়েল-ইনভার্টার এসির বিস্তারিত

এয়ার কন্ডিশনার কিংবা সংক্ষেপে এসির ঠাণ্ডাকরণ প্রক্রিয়া উদ্ভাবন সেই ১৯০২ সাল থেকে একই মাধ্যমে সম্পাদিত হলেও প্রযুক্তিগত উন্নয়ন এর ফলে নিত্য-নতুন ফিচার এই এসির মধ্যে যোগ হচ্ছে। আমরা ইতিমধ্যেই আপনাদের ইনভার্টার এবং নন-ইনভার্টার এই দুই ধরনের এসি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছি। আজকের আর্টিকেলে আমরা মুলত আলোচনা করবো ইনভার্টার এসির একটি বিশেষায়িত রূপ নিয়ে যার নাম হচ্ছে ডুয়েল-ইনভার্টার এসি! জানার চেষ্টা করবো এই ডুয়েল-ইনভার্টার এসি কিভাবে কাজ করে এবং এই ধরনের এসি কেন সাধারণ এসিগুলোর থেকে ভিন্ন।

রেফারেন্স হিসাবে নিচের আর্টিকেলগুলো আপনি প্রথমে পড়ে নিতে পারেন। এই আর্টিকেলগুলো থেকে ইনভার্টার এবং নন-ইনভার্টার এসির বিস্তারিত তথ্য জানতে পারবেন।

পরিচিতি

ইনভার্টার এসিরই এডভান্স লেভেল এর সংস্করণ হচ্ছে ডুয়েল-ইনভার্টার এসি, যেটির মধ্যে টুইন-রোটারি কমপ্রেসর (twin rotary compressor) থাকে যেখানে সাধারণ ইনভার্টার এসির মধ্যে শুধুমাত্র একটি রোটারি কমপ্রেসর বিদ্যমান। দুইটি রোটারি কমপ্রেসর থাকার কারনে শীতলীকরণ এর সময়, তুলনামূলক কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে।

ডুয়েল-ইনভার্টার এসিতে বিদ্যমান টুইন-রোটারি কমপ্রেসরের কাজ করার ক্ষমতা এবং সাধারণ ইনভার্টার এসিতে দুইটি আলদা আলাদা কমপ্রেসর ব্যবহার করলে যেই শক্তি পাওয়া যাবে সেটির সমান।

আমরা ইতিমধ্যেই যেহেতু ইনভার্টার প্রযুক্তির বিস্তারিত আলোচনা করেছি সুতরাং, আজকের আর্টিকেলে আর সেটি সম্পর্কে বিস্তারিত বলে আর্টিকেল এর আকার বড় করার প্রয়োজন নেই। তবে ইনভার্টার এসি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে এই লিংক ক্লিক করতে পারেন।

শুধু এতটুকু মনে রাখুন, ইনভার্টার প্রযুক্তিতে এসিতে বিদ্যমান কমপ্রেসর, তাপমাত্রার উপর ভিত্তি করে কাজ করার গতি কমাতে কিংবা বাড়াতে থাকে। ডুয়েল-ইনভার্টার এসি যেহেতু আরও কিছুটা এডভান্স তাই এটিতে একটি রোটারি কমপ্রেসর এর পরিবর্তে দুইটি রোটারি কমপ্রেসর থাকে যেটির মধ্যে থাকে দুইটি রোলার (roller) কিংবা দুইটি ইম্পেলার (impeller) যেটি রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস খুব দ্রুত পরিবহন করতে সক্ষম।

ডুয়েল-ইনভার্টারে বিদ্যমান এই দুইটি ইম্পেলার (impeller), সাধারণ ইনভার্টার এসিতে বিদ্যমান ইম্পেলার এর তুলনায় অপেক্ষাকৃত কম গতিতেই একই পরিমানের রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস পরিবহন করতে সক্ষম। সাধারণ ইনভার্টার এসির তুলনায় ডুয়েল-ইনভার্টার এসি যেহেতু কম গতিতে এবং দ্রুত রেফ্রিজারেন্ট পরিবহণ করতে পারে তাই অপেক্ষাকৃত অনেক কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করেই এই এসি শীতলীকরণ কাজ করে থাকে।

কেন ব্যবহার করবেন?

এসি ইন্সটল করার পর, গ্রাহক হিসাবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে মাসিক বিদ্যুৎ বিল। আমরা সবাই জানি, সাধারণ এসির তুলনায় ইনভার্টার এসি ৩০-৪০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। ডুয়েল-ইনভার্টার এসিতে যেহেতু টুইন-রোটারি কমপ্রেসর থাকে তাই এই এসি সাধারণ ইনভার্ট এর তুলনায় প্রায় ১০-২০% এবং সাধারণ এসির (নন-ইনভার্টার) তুলনায় প্রায় ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। এছাড়াও, আরও বেশকিছু সুবিধা আছে যেগুলো সম্পর্কে এখন আলোচনা করবো।

কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করেই শীতলীকরণ প্রক্রিয়া সম্পাদন:

নন-ইনভার্টার এমনকি ইনভার্টার এসির তুলনায়ও ডুয়েল ইনভার্টার এসি অপেক্ষাকৃত কম বিদ্যুৎ ব্যবহার করে কাজ করতে সক্ষম। যার ফলে, অন্যদুইটি এসি (ইনভার্টার এবং নন-ইনভার্টার) যেই পরিমান শক্তি ব্যবহার করে আপনার রুম ঠাণ্ডা করবে, ডুয়েল-ইনভার্টার এসি এর থেকেও কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে একই পরিমান ঠাণ্ডা বাতাস প্রবাহ করতে সক্ষম।

ডুয়েল-ইনভার্টার এসিতে যেহেতু টুইন-রোটারি কমপ্রেসর থাকে তাই সাধারণ কমপ্রেসর এর তুলনায় এটি অপেক্ষাকৃত কম গতিতে রুমের রেফ্রিজারেন্ট কমপ্রেস (Compress) করতে পারে। যেহেতু গতি কম থাকলেই হয়, তাই কমপ্রেসরে বিদ্যমান মোটর এর ঘূর্ণয়নও হবে কম। এই ধরনের কমপ্রেসরে সাধারণত BLDC (Brushless Direct Current Motor) ব্যবহার করা হয়ে থাকে।

যেহেতু কমপ্রেসরে বিদ্যমান মোটর এর ঘূর্ণয়ন কিংবা RPM (Revolutions per Minute) কম থাকে তাই অপেক্ষাকৃত কম বিদ্যুৎ শক্তিতেই এটি কাজ করতে পারে। ফলশ্রুতিতে, এসিটি তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহার করবে যার কারনে আপনার মাসিক বিদ্যুৎ বিলও আসবে তুলনামূলক অনেক কম। ডুয়েল-ইনভার্টার এসি সাধারণ মানের এসির তুলনায় অপেক্ষাকৃত ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। সুতরাং, ভবিষ্যৎ বিদ্যুৎ বিল এর বোঝা থেকে চাইলেই এখন মুক্তি পাওয়া সম্ভব।

দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণ:

ডুয়েল-ইনভার্টার এসিতে বিদ্যমান টুইন-রোটারি কমপ্রেসরে দুইটি ইম্পেলার (impeller) থাকার কারনে সিঙ্গেল-রোটারি কমপ্রেসর তুলনায় বেশী পরিমান রেফ্রিজারেন্ট কমপ্রেস করতে পারে। সিঙ্গেল-রোটারি কমপ্রেসর যে পরিমাণ রেফ্রিজারেন্ট কমপ্রেস করতে পারে সেটির তুলনায় ডুয়েল-ইনভার্টার এসি একই সময়ে প্রায় দ্বিগুণ পরিমাণ রেফ্রিজারেন্ট কমপ্রেস করতে পারে।

সাধারণ ইনভার্টার কমপ্রেসরে বিদ্যমান মোটর যেই RPM ব্যবহার করে কাজ করে, ডুয়েল-ইনভার্টার এসি সেটির দ্বিগুণ RPM তৈরি করতে সক্ষম। ফলশ্রুতিতে, এসি অপেক্ষাকৃত দ্রুত গতিতে রুমকে ঠাণ্ডা করতে পারে।

কোরিয়ান ব্র্যান্ড LG এর মতে, তাদের উৎপাদিত ডুয়েল-ইনভার্টার এসিগুলো সাধারণ রোটারি কমপ্রেসর এর তুলনায় অপেক্ষাকৃত ৪০% দ্রুত গতিতে রুমকে ঠাণ্ডা করতে পারে।

কম্পনের পরিমাণ হ্রাস এবং স্থায়িত্ব বৃদ্ধি:

ডুয়েল-ইনভার্টার এসিতে রেফ্রিজারেন্ট কমপ্রেস করার জন্য, কমপ্রেসরের মধ্যে দুইটি ইম্পেলার থাকে যেখানে সিঙ্গেল-রোটারি কমপ্রেসরের মধ্যে অবস্থিত শ্যাফট (shaft) এর মধ্যে একটি মাত্র ইম্পেলার থাকে। যেহেতু এই ইম্পেলার ঘূর্ণয়ন এর মধ্যেই থাকে তাই এক্ষেত্রে, ঘূর্ণায়মান ভর এর ভারসাম্য সঠিক না ও হতে পারে।

শ্যাফট এর মধ্যে অবস্থিত ইম্পেলার এর ঘূর্ণয়ন এর ব্যালেন্স যদি সঠিক না হয় শ্যাফট এর উপর চাপ সৃষ্টি করে যার কারনে অতিরিক্ত কম্পন (vibration) তৈরি করতে থাকে। মোটর এর RPM এর পরিমাণ যত বেশী হবে কম্পন এর পরিমাণ হবে ততবেশী হতে পারে।

অন্যদিকে, ডুয়েল-ইনভার্টার কমপ্রেসরে টুইন-রোটারি কমপ্রেসর থাকার কারনে এর মধ্যেই দুইটি ইম্পেলার থাকে যেটির কাজ করার সময় শ্যাফট এর সাথে দুইপার্শ্ব থেকে ঘূর্ণয়ন এর ভারসম্য ধরে রাখে।

এরফলে শ্যাফট এর মধ্যে অতিরিক্তি ঘূর্ণায়মান ভর সৃষ্টি হলেও দুইটি ইম্পেলার থাকার কারনে শক্তির ভারসম্য সমান থাকে যার কারনে কম্পন (vibration) এর পরিমাণও হয় তুলনামূলক অনেক কম যার ফলে কমপ্রেসর এর স্থায়িত্বও বৃদ্ধি পায়।

অপেক্ষাকৃত কম শব্দ উৎপাদন:

টুইন-রোটারি কমপ্রেসরে বিদ্যমান শ্যাফট এর মধ্যে যেহেতু দুইটি ইম্পেলার কিংবা রোলার থাকে তাই এই ইম্পেলারগুলো শ্যাফট এর চারপাশে ১৮০ ডিগ্রী অনুপাতে ঘুরতে থাকে যার ফলে ঘূর্ণায়ণের ফলে উৎপাদিত কম্পন (vibration) এর পরিমাণ কম হয় যার ফলে কমপ্রেসর অপেক্ষাকৃত কম শব্দ উৎপাদন করে।

সাধারণ রোটারি কমপ্রেসর যেই পরিমাণ ঘূর্ণায়ণ এর মাধ্যমে রুমকে ঠাণ্ডা করে, ডুয়েল-ইনভার্টার এসির টুইন-রোটারি কমপ্রেসর ঠিক একই পরিমাণ ঠাণ্ডা বাতাস উৎপাদন করতে সক্ষম, অপেক্ষাকৃত কম ঘূর্ণায়ণ এর মাধ্যমে। এতে করে শব্দ উৎপাদন হয় কম যার ফলে কমপ্রেসর এর শব্দ আপনার প্রশান্তির ঘুমের আর বারোটা বাজাতে পারবেনা।

সারমর্ম

যদিও ডুয়েল-ইনভার্টার এসির মুল্য বেশী, তারপরও দীর্ঘমেয়াদে আপনি এই ধরনের এসি থেকে খুব ভাল সেবা পাবেন বলে আমাদের বিশ্বাস। উপরে যেসকল টেকনিক্যাল দিকগুলো আপনাদের সাথে আলোচনা করা হয়েছে সেগুলো গ্রাহক হিসাবে আপনার জন্য বেশী জ্ঞানের হলেও ইতিমধ্যেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর সুবিধাগুলো সম্পর্কে।

কম বিদ্যুৎ শক্তির ব্যবহার একদিকে থেকে আপনার বিদ্যুৎ বিল এর পরিমাণ যেমন কমিয়ে আনবে ঠিক তেমনই এই এসি, খুব দ্রুত গতিতে প্রচণ্ড গরমেও আপনার রুমকে ঠাণ্ডা করতে সক্ষম। সেই সাথে কমপ্রেসর কম শব্দ উৎপাদন করার ফলে একদিকে থেকে আপনার এসি যেমন দীর্ঘমেয়াদে ভাল থাকবে অন্যদিকে, আপনিও পাবেন শব্দমুক্ত ঠাণ্ডা বাতাস।


আশা করছি, আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনও প্রশ্ন কিংবা মতামত জানাতে চান তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।

কমেন্ট সেকশন

Please enter your comment!
Please enter your name here