গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য এসি ব্যবহার করার কোনও বিকল্প নেই। বর্তমান সময়ে এসি একটি অতীব প্রয়োজনীয় কিন্তু ব্যয়বহুল বস্তু। তারপর ও প্রশান্তির জন্য আমরা সবাই নিজ প্রয়োজনে এসি ব্যবহার করতে আগ্রহী থাকি।
সমস্যা হচ্ছে আমরা সবাই কিছু কম দামে অর্থাৎ, কম অর্থ খরচ করে এসি ব্যবহার করার চেষ্টা করি এতে করে নিম্নমানের এসি ক্রয় করা থেকে শুরু করে এটি ইন্সটল করার সরঞ্জাম পর্যন্ত ভালো মানের কিনতে আগ্রহী হইনা।
বিষয়টি একটি উদাহরন এর মাধ্যমে সহজে বুঝিয়ে বলছি ধরুন আপনি প্রয়োজনের স্বার্থে একটি নতুন গাড়ি কিনে ব্যবহার করা শুরু করলেন। এখন যখন নির্দিষ্ট সময় পর পর গাড়িতে ইঞ্জিন ওয়েল, ব্রেক অয়েল থেকে শুরু করে যেসকল জিনিস পরিবর্তন করার প্রয়োজন হয় সেগুলো, খরচ বাঁচানোর জন্য নিম্নমানের ব্যবহার করার শুরু করলেন।
নিম্নমানের জিনিস ব্যবহার করার ফলে তাৎক্ষনিক গাড়ির পারফর্মেন্সে কোনও ক্ষতি হবে না তবে ধীরে ধীরে কার্যকারিতা হ্রাস পেতে থাকবে। এটা নষ্ট-ওটা নষ্ট করে করে মাসের বেশীরভাগ সময়ই তখন গ্যারেজে ফেলে রাখতে হবে।
এসির ক্ষেত্রে ও বিষয়টি একই রকমের। অল্প কিছু টাকা বাঁচানোর জন্য যদি মার্কেট থেকে নিম্নমানের ইন্সটলেশন কিট ব্যবহার করা শুরু করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যে এসির বারোটা এমনভাবে বাজবে যে “এসির ঠাণ্ডা বাতাসে ও তখন আপনার গরম লাগা শুরু করবে”।
এসিকে ভালা রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটির ইন্সটলেশন কিট। আজকের আর্টিকেলে কেন এসির জন্য ভালোমানের ইন্সটলেশন কিট ব্যবহার করা প্রয়োজন সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো।
ইন্টেলেশনের জন্য ব্যবহৃত সামগ্রী
বাজার থেকে এসি ক্রয় করার পর সেটি বাসায় কিংবা অফিসে ইন্সটল করার জন্য বেশকিছু উপকরণের প্রয়োজন হয়। এই উপকরণগুলোকে একসাথে ইন্সটেলেশন কিট বলা হয়ে থাকে। দাম এবং ব্র্যান্ড এর বিচারে অনেক সময় এসির ক্রয় করার সময় এই ইন্সটলেশন কিট গ্রাহককে প্রদান করা হয়। অনেকসময়, করা হয়না। (এসির সাথে কিট প্রদান করলে সেটির জন্য আপনাকে এসির মুল্যের সাথে কিটের মুল্য হিসাবে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে)।
এসি ইন্সটলেশন কিট এর মধ্যে নিম্নের সরঞ্জামগুলো অন্যতম। একটি কথা বলে রাখা ভালো, বাংলাদেশের মার্কেটে মূলত নিম্নমানের এসি ইন্সটলেশন কিট খুব বেশী পাওয়া যায়। সুতরাং, নিজের মুল্যবান এসিতে এই ইন্সটলেশন কিট ব্যবহার করার পূর্বে ভালো করে যাচাই করে নেয়ার অনুরধ থাকছে।
কপার পাইপ
কপার পাইপগুলো শীতাতপ নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত মূল সরঞ্জামগুলোর মধ্যে একটি। আপনি হয়তো দেখে থাকবেন এসির ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে দুইটি সোনালী রঙের পাইপ যুক্ত থাকে। এগুলো হচ্ছে Copper কিংবা তামার তৈরি।
এই কপার পাইপগুলো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ কারণ রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এসির মধ্যে একধরনের রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস ব্যবহার করা হয় এবং এই গ্যাস কপার পাইপের মধ্য দিয়ে ক্রমান্বয়ে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ, বুঝতেই পারছেন এই কপার পাইপগুলোর গুরুত্ব।
এখন এই পাইপগুলো যদি নিম্নমানের হয় কিংবা খারাপ ভাবে সেগুলোকে ইনস্টল করা হয়, তাহলে সেগুলোতে ফুটো হতে পারে, যার মাধ্যমে এসিতে বিদ্যমান রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস বের হয়ে আসতে পারে। ফলশ্রুতিতে এসির শীতলীকরণ করার ক্ষমতা নষ্ট হতে যেতে পারে।
যখন এসির কাজ করার ক্ষমতা হ্রাস পেতে থাকে তখন স্বয়ংক্রিয়ভাবে এসিকে রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত শক্তি ব্যবহার করে কম্প্রেসরকে ব্যবহার করতে হয় যার ফলে একদিকে আপনার মাসিক বিদ্যুৎ বিল যেমন বেশী আসবে অন্যদিকে, এসি খুব অল্প সময়েই স্থায়িত্ব হারাতে থাকবে।
অন্যদিকে যদি এসিতে ব্যবহৃত এই কপার পাইপ ভালো মানের হয় কিন্তু যদি সেটিকে অনভিজ্ঞ টেকনিশিয়ান এর মাধ্যমে ইন্সটল করা হয়ে সেক্ষেত্রে আরও বড় সমস্যা দেখা দিতে পারে। কেননা নিম্নমানের পাইপ ব্যবহারের মাধ্যমে সৃষ্ট সমস্যাগুলো যেমন, পাইপ ফেটে যাওয়া, পাইপে লিকেজ কিংবা ফুটো হয়ে যাওয়া, পাইপ ব্লক হওয়ার মতন সমস্যা যদি দেখা দেয় তাহলে সেগুলো পরবর্তীতে চিহ্নিত করা খুবই কষ্টসাধ্য হয়ে পরে।
এই ধরনের সমস্যা চিহ্নিত করার জন্য প্রেসার সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে এবং বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় সম্পূর্ণ কপার পাইপগুলো বাতিল করার প্রয়োজন হয় কিংবা কপাল খুব বেশী খারাপ থাকলে পুরো ইন্সটলেশন সিস্টেমটিকেই নতুন করে করতে হয়। যেটি যেকোনো ব্যবহারকারীর জন্যই ব্যয়বহুল এবং হিসাবে অর্থের অপচয়।
ভালো মানের কপার পাইপ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এবং এসির মডেল এবং টনের উপর ভিত্তি করে পাইপের Thickness (ব্যাসার্ধ) হিসাবে করে ভাল মানের কপার পাইপ ব্যবহার করতে হয়।
ভালো মানের ইন্সটলেশন কিট পেতে এই লিংক ক্লিক করুন
ইন্স্যুলেশন
কপার পাইপের মধ্য দিয়ে প্রবাহিত ঠান্ডা রেফ্রিজারেন্টকে বাহিরের তাপ থেকে বিরত রাখার জন্য এই ইন্স্যুলেশন ব্যবহার করা হয়। একটি স্ট্যান্ডার্ড এয়ারকন ইন্স্যুলেটরে টিউব এর ন্যায় কালো রঙের ফোমের একটি আবরণ থাকে যা কপার পাইপের প্রতিরক্ষামূলক স্তর হিসাবে কাজ করে। এই ফোম একটি বড় স্পঞ্জের মতো কাজ করে যা কপার পাইপে উৎপন্ন যেকোনো ধরনের লিকুইড শোষণ করে নেয়।
কপার পাইপগুলোকে রক্ষা করার পাশাপাশি, ইন্স্যুলেশন এয়ারকন ইউনিট থেকে ক্ষুদ্রাকৃতির ফুটো এবং ফোঁটা ফোঁটা হওয়ার ঝুঁকিও কমায়। এটি এসির সঠিক কর্মক্ষমতা নিশ্চিত করতে সাহায্য করে এবং একই সাথে এসির শক্তির ব্যবহার অপেক্ষাকৃত কমিয়ে আনে।
এছাড়াও এসিতে এই ইন্স্যুলেশন ব্যবহার করার আরও একটি উদ্দেশ্য আছে – যদি কোনও কারনে আগুন লাগে, তাহলে এই ইন্স্যুলেশন ফোম আগুন ছড়িয়ে পড়ার গতিকে বাধা দিতে পারে, এতে করে গুরুতর ক্ষতির সম্ভাবনা হ্রাস থাকেনা।
ভাল মানের ইন্স্যুলেশন, এসিতে ব্যবহৃত কপার পাইপের সুরক্ষা প্রদানে কাজ করে ইনসুলেশনটি অবাঞ্ছিত ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে অ্যান্টিমাইক্রোবায়াল সুরক্ষা প্রদান করে। এতে করে ইন্স্যুলেশন দীর্ঘমেয়াদে ভালো থাকে এবং আপনার মুল্যবান এসিকেও ভাল রাখে।
উপরের উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই ভালো মানের ইন্স্যুলেশন ফোম ব্যবহার করতে হবে। আমাদের পরামর্শ হচ্ছে ডিএসপি ক্লোজড সেল ইলাস্টোমেরিক নাইট্রিল রাবার টিউবিং ব্যবহার করা যেটি বিশেষভাবে তৈরি হয়। এই ফোমের বদ্ধ-কোষ কাঠামো আপনার এসির ক্ষয়, জলীয় বাষ্প এবং ঘনীভবন থেকে রক্ষা করার জন্য আর্দ্রতার প্রবেশকে কমিয়ে দেয় যা অতিরিক্ত জলীয় বাষ্পে বাধা প্রদান করে।
www.sebokbd.com ইন্সটলেশনের জন্য এই প্রযুক্তির ফোম ব্যবহার করে থাকে। এতে করে একদিক থেকে আপনি যেমন ভালো মানের ইন্সটলেশন কিট পাবেন সেই সাথে এসির সুরক্ষাও নিশ্চিত হবে। সেবক টীম এর ইন্সটলেশন কিটগুলো জানার জন্য নিচের বাটন ক্লিক করুন।
ভালো মানের ইন্সটলেশন কিট পেতে এই লিংক ক্লিক করুন
কন্ডেনসেট পাম্প
কন্ডেনসেট পাম্প, এসির পাইপে জমে থাকা পানিকে দূরবর্তী স্থানে পাম্প করার মাধ্যমে ইনডোর ইউনিটে জমা হওয়া পানিকে রুমের বাহিরে বের করে দেয়।
একটি ভাল মানের কন্ডেনসেট পাম্প রুমে বিদ্যমান বাতাসের পরিমাণের উন্নত করবে একই সাথে বিদ্যুতের ব্যবহারও কমিয়ে নিয়ে আসে। কন্ডেনসেট পাম্প ব্যবহার করার সময় নিশ্চিত হয়ে নিন এটি অ্যান্টি-মাইক্রোবায়াল বৈশিষ্ট্যগুলি প্রদান করে কিনা? এছাড়াও, এসির মধ্যে ময়লা এবং জঞ্জাল জমাতে বাধা দেওয়ার জন্য এই পাম্পের মধ্যে হাইড্রোফোবিক আবরণ থাকা বাধতামুলক সেই সাথে কাজ করার সময় এই পাম্প অতিরিক্ত শব্দ উৎপাদন করে কিনা সেটির উপরও দৃষ্টি রাখতে হবে।
পাইপে যুক্ত কানেক্টরসমূহ
অনেক সময় বাসা কিংবা অফিসে এসি ইন্সটল করার জন্য অপেক্ষাকৃত দীর্ঘ (বেশী লম্বা) কপার পাইপ ব্যবহারের প্রয়োজন হয়। কপার পাইপগুলো মূলত স্ট্যান্ডার্ড কিছু আকারের হয়ে থাকে। এখন যদি এই পাইপগুলোকে বেশী লম্বা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একাধিক কপার পাইপকে একসাথে সংযুক্ত করার প্রয়োজন পরে।
পাইপিং সংযোগের জন্য যেই কানেক্টরগুলো ব্যবহৃত করবেন অবশ্যই সেগুলোকে আগুন-মুক্ত হতে হবে এবং কানেক্টরগুলোকে এমনভাবে সেট করতে হবে যাতে কোনও ধরনের লিকেজ না থাকে। অন্যথায়, এসির মধ্যে থাকা রেফ্রিজারেন্ট লিকেজ এর মাধ্যমে বের হয়ে যেতে পারে।
উপরে উল্লেখিত সমগ্রিগুলো মূলত এসি ইন্সটল করার সময় ব্যবহৃত হয়ে থাকে। এগুলো যদি ভালো মানের এবং সঠিক নিয়মে ব্যবহার করা না হত তাহলে এসির কার্যকারিতা ক্রমশ হ্রাস পেতে থাকবে এবং সেই সাথে বড় আকারের দুর্ঘটনারও সম্ভবনা থাকে। সুতরাং, এই কিট ব্যবহার করার জন্য অবশ্যই মান এবং সার্ভিস প্রোভাইডার অবশ্যই ভালো হতে হবে।
ভালো মানের ইন্সটলেশন কিট পেতে এই লিংক ক্লিক করুন
টিপ্সঃ আশা আরছি, এসির জন্য ভালোমানের ইন্সটলেশন কিট কেন গুরুত্বপূর্ণ এবং এই কিটের মধ্যে কি কি অন্তর্ভুক্ত সেগুলো কিছূটা হলেও ধারনা প্রদান করতে পেরেছি। সেবক টীম এর কাছ থেকে ইন্সটলেশন থেকে শুরু করে উন্নতমানের ইন্সটলেশন কিট ক্রয় করতে পারেন। এছাড়াও, এসি সম্পর্কিত কোনও জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে পারেন, সেবক টীম এর সাপোর্ট হটলাইন নাম্বার – (+88) 01400414703-04 কিংবা ইমেইল এর মাধ্যমেও জানাতে পারেন – info@sebokbd.com
আশা করছি, আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনও প্রশ্ন কিংবা মতামত জানাতে চান তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।