বাসায় কিংবা অফিস, এয়ার কন্ডিশনার (এসি) সব থেকে বেশী পরিমাণ ব্যবহৃত হয় গরমের সময়। স্বাভাবিকভাবেই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আমরা এসি ব্যবহার করে থাকি। আমরা যারা রাজধানীতে বসবাস করি তাদের শীতকাল থেকে গরম শুরু হওয়া পর্যন্ত ৪/৫ মাস তেমন এসি ব্যবহার করার প্রয়োজন হয় না। মূলত এই সময়ে এসি বন্ধই থাকে এবং এর মধ্যে ধুলাবালি জমতে শুরু করে। এই কারনে এসিতে বেশকিছু সমস্যার উদয় হয়।
আমরা ইতিমধ্যেই এসির কমন কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং সেই সমস্যাগুলো সমাধান করার কিছু পরামর্শও প্রদান করেছি। এই সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি জানার জন্য অনুগ্রহ করে এসির কমন কিছু সমস্যা আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এই কমন সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে “এসি থেকে পানি পড়া”। আজকের আর্টিকেলে আমরা এই সমস্যাটির কারণ খুঁজে দেখার চেষ্টা করবো এবং সেই সাথে কি করলে সমাধান পাওয়া সম্ভব সেটিও জানার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
এসিতে পানির উৎপত্তি
আপনার মনে প্রশ্ন হতে পারে, এসিতে পানি কোথা থেকে আসে? এসির মধ্যে পানি দেয়া হয় না কিংবা এসির সাথে পানির কোনও কাজ নেই তাহলে পানি আসলে আসে কোথা থেকে?
আসলে প্রশ্নটি অমুলক নয়।
আমরা সাধারণত বাসাবাড়ি কিংবা অফিসে যেই ধরনের এসি ব্যবহার করে সেটিকে বলা হয় স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার (Split Type) অর্থাৎ, এই ধরনের এসির দুইটি অংশ কিংবা ইউনিট থাকে। একটি হচ্ছে রুমের মধ্যে এবং অন্যটি অবস্থান করে রুমের বাইরে।
রুমের মধ্যে এসির যেই ইউনিটিটি বসানো থাকে সেটিকে বলা হয় ইনডোর ইউনিট (Indoor Unit) যার মধ্যে থাকে ইভাপোরেটর কয়েল (Evaporator Coil). এই কয়েল এর মুল কাজ হচ্ছে রুমের গরম বাতাসকে ঠাণ্ডা করে রুমে প্রদান করা যাতে করে রুমের তাপমাত্রা ঠাণ্ডা থাকে।
রুমের মধ্যে থাকা গরম বাতাস কিংবা হাওয়া যখন এই ইভাপোরেটর কয়েলের সংস্পর্শে আসে তখন এটি গরম থেকে ঠাণ্ডাতে রূপান্তরিত হওয়া শুরু করে। রূপান্তরিত হবার এই প্রক্রিয়াটিকে ইংরেজিতে বলা হয় “Condensation”. বুঝতে কষ্ট হচ্ছে? একটি রিয়েল-লাইফ উদাহরন দিচ্ছি।
একটি গ্লাসে যদি কয়েকটুকরো বরফ কিছু সময়ের মধ্যে রেখে দেই, তাহলে কি হবে? লক্ষ্য করেছেন কখনো?
গ্লাসের মধ্যে ঠাণ্ডা কিছু রেখে দিয়ে যদি কিছু সময় অপেক্ষা করেন তাহলে দেখবেন, গ্লাসের বাহিরের অংশে অসংখ্য পানির কণা জমা শুরু করেছে। এসির ইনডোর ইউনিটে থাকা ইভাপোরেটর কয়েলের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয়।
রুমের মধ্যে বিদ্যমান গরম বাতাস যখন ঠাণ্ডা ইভাপোরেটর কয়েলের সংস্পর্শে আসে তখনই কয়েলের মধ্যে পানির ক্ষুদ্রাকৃতির দানার সৃষ্টি হয় যেটি এসিতে বিদ্যমান একটি পানির পাত্রে (ড্রেইন প্যান) জমা হতে থাকে। এই পাত্রের সাথে সংযুক্ত থাকে একটি পাইপ যেটিকে বলা হয় ড্রেইন লাইন (Drain Line). মূলত এই পাইপের মাধ্যমেই এসির ইনডোর ইউনিটে সৃষ্ট পানি বাইরে বের হয়ে আসে। যদি এই ড্রেইন লাইন এর ব্যবস্থা না থাকতো তাহলে ইভাপোরেটর কয়েলের এই পানি সরাসরি আপনার রুমের দেয়ালে গড়িয়ে পড়তো। সেটি নিশ্চয়ই দেখতে খুব একটা ভালো লাগার কথা নয়।
সহজ কথায় যদি বলি, এসি ব্যবহার করলে সেখান থেকে পানির উৎপত্তি হবেই এবং সেই পানি ড্রেইনলাইন ব্যবহার করার মাধ্যমে বাহিরে বের হয়ে আসবে, এটাই স্বাভাবিক।
কিন্তু অনেক সময়ই এসিতে সৃষ্টি এই পানি লিকেজ থাকা কিংবা অন্য কোনও কারনে রুমের বাহিরের অংশ না যেয়ে রুমের মধ্যেই পড়তে থাকে যেটি স্বাভাবিক নয়। কেন এরকম হয় সেটির কারনেগুলো এখন আমরা খোঁজার চেষ্টা করবো।
পানি পড়ার কারণসমূহ
বিভিন্ন কারনেই এসি থেকে পানি পড়তে পারে। তবে চিন্তার কিছুই নেই, নিচের বর্ণিত কারণগুলো খুব সহজেই ঠিক করা যায়।
১. ধূলাময় এসির ফিল্টার: প্রতিটি এসিতেই এয়ার ফিল্টার যুক্ত থাকে যেটি মুল কাজ হচ্ছে রুমের মধ্যে বিদ্যমান ধূলিকণা গুলোকে ফিল্টার করার মাধ্যমে পরিষ্কার ঠাণ্ডা বাতাসের প্রবাহ বজায় রাখা।
যেহেতু এসিতে বিদ্যমান এয়ার-ফিল্টারগুলোর মাধ্যমে বাতাস প্রবাহিত হয় তাই নিয়মিত এই এয়ার-ফিল্টারগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। যদি কোনও কারনে এই ফিল্টারগুলোতে ধূলা-ময়লা জমে থাকে তাহলে ইভাপোরেটর কয়েলের মধ্যে অতিরিক্ত পানি জমতে থাকে। অতিরিক্ত জমা হওয়া এই পানি তখন এসির ইনডোর ইউনিট থেকে রুমের মধ্যে পড়তে থাকে।
২. পানি জমা হওয়া পাত্রের ত্রুটি থাকা: এসির ইনডোর ইউনিটে একটি পানি জমা হওয়ার পাত্র (Condensate Tray) থাকে যেখানে ইভাপোরেটর কয়েলের মাধ্যমে উৎপাদিত পানি সেই পাত্রে জমা হয়।
যদি কোনও কারনে এই পাত্রটি ভেঙে যায় কিংবা মরিচা ধরে নষ্ট হয় কিংবা অতিরিক্ত ধূলা-ময়লা জমে তাহলে পাত্রটি থেকে পানি বের হয়ে রুমের মধ্যে চলে আসতে পারে।
৩. ড্রেইন পাইপ ব্লক হয়ে যাওয়া: এসির ইনডোর ইউনিটে বিদ্যমান ড্রেইন-পাইপ এর মাধ্যমে মূলত ইনডোর ইউনিটে জমাকৃত পানি রুমের বাহিরে বের হয়ে আসে।
যদি এই পাইপের ভিতরে কোনও কারনে ময়লা জমে থাকে কিংবা পাইপটি যেই পজিশনে থাকার কথা সেখান থেকে যদি সড়ে আসে তাহলে পানির প্রবাহে বাধার সৃষ্টি হতে পারে। ফলশ্রুতিতে, এসি থেকে পানি পড়া দেখা যেতে পারে।
৪. নিম্নমানের ইন্সটলেশন: যদি আপনার এসি তুলনামূলক নতুন হওয়া সত্ত্বেও যদি পানি পড়তে থাকে তাহলে বুঝতে হবে এসির ইন্সটলেশন প্রক্রিয়াটি সঠিক হয়নি কিংবা ইন্সটলেশন সেবাটি ছিল নিম্নমানের।
বেশীরভাগ সময়ই দেখা যায়, অনভিজ্ঞ টেকনেশিয়ান এর মাধ্যমে এসি ইন্সটলেশনের কাজ করানোর ফলে ইনডোর ইউনিটে বিদ্যমান পানি জমার পাত্র এবং ড্রেইন পাইপের মধ্যে গ্যাপ থেকে যেতে পারে যার কারনেও পানি লিক করে রুমের মধ্যে পড়তে পারে।
৫. অপর্যাপ্ত রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস: এসিতে বিদ্যমান রেফ্রিজারেন্ট এর পরিমাণ যদি পর্যাপ্ত না থাকে কিংবা কমে আসে তাহলে এসির কমপ্রেস করার ক্ষমতা হ্রাস পায়। এই কারনে ইভাপোরেটর কয়েলে বরফ জমে যায় কারনে অতিরিক্ত পানি জমতে থাকে। ফলশ্রুতিতে পানি পড়তে থাকে। সুতরাং, অবশ্যই একটি নির্দিষ্ট সময় পরপর এসিতে বিদ্যমান গ্যাস পরিমাপ করে নিতে হবে।
পানি পড়ার সমাধান
এতক্ষন আলোচনা করেছি কেন এসি থেকে পানি পড়তে পারে সেই কারণগুলোকে নিয়ে। যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন তাহলে নিচের পরামর্শ অনুযায়ী কাজ করলেই পানি পড়ার সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।
- সর্বপ্রথম চেক করে নিন, আপনার ব্যবহৃত এসিতে বিদ্যমান এয়ার-ফিল্টারগুলো পরিষ্কার রয়েছে কি না। যদি নিয়মিত এই ফিল্টারগুলোকে ধূলা-ময়লা মুক্ত রাখতে পারেন তাহলে এসি থেকে পানি পড়া সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
- অনুগ্রহ করে এসিতে ব্যবহৃত ড্রেইন পাইপটি ঠিক আছে কিনা সেটি চেক করে দেখুন। যদি ড্রেইন পাইপে ময়লা জমে কিংবা পাইপে যদি কোনও ব্লক থাকে কিংবা ড্রেইন-পাইপটি যদি নষ্ট হয়ে থাকে তাহলে পানি পড়ার সম্ভাবনা সবথেকে বেশী। এরকম হলে, অনুগ্রহ করে পাইপটিকে পরিষ্কার করে নিন। যদি পাইপটি নষ্ট হয়ে থাকে তাহলে সেটিকে পরিবর্তন করে নিন এতে করে পানি পড়া সমস্যার সমাধান হতে পারে।
- সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, এসি ইন্সটলেশন করার সময় অভিজ্ঞ টেকনিশিয়ান এর সহায়তা গ্রহন করা। কেননা নিম্নমানের ইন্সটলেশন এর কারনে এসিটি ক্ষতিগ্রস্ত হবার সাথে সাথে আপনার বিদ্যুৎ বিল এর পরিমাণও হবে অনেকবেশী। এছাড়াও, ব্যবহার করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরপর এসি সার্ভিসিং খুব বেশী জরুরী। এতে করে আপনার এসিটি ভাল থাকবে এবং দীর্ঘমেয়াদে এটিকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এসি সার্ভিসিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিস্তারিত তথ্য আলোচনা করেছি। অনুগ্রহ করে “এসি সার্ভিসিং কেন দরকার?” এই আর্টিকেলটির বিস্তারিত পড়ে নিন। এতে করে কিভাবে এসিকে ভাল রাখা যায় সেটি সম্পর্কে কিছুটা হলেও ধারনা পাবেন আশা করি।
টিপ্সঃ আপনি চাইলে সেবক টীম এর সাথে যোগাযোগ করতে পারেন। এদের অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে যারা এসি ইন্সটলেশন থেকে শুরু করে নিয়মিত এসি সার্ভিসিং কিংবা এসি সম্পর্কিত কোনও সেবা প্রদান করার জন্য সর্বদাই রয়েছে আপনার জন্য। এছাড়াও, এসি সম্পর্কিত কোনও জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে পারেন, সেবক টীম এর সাপোর্ট হটলাইন নাম্বার – (+88) 01400414703-04 কিংবা ইমেইল এর মাধ্যমেও জানাতে পারেন – info@sebokbd.com
আশা করছি, আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনও প্রশ্ন কিংবা মতামত জানাতে চান তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।
[…] এসি থেকে পানি পড়ার কারণ? […]
[…] অনেকেই এসি থেকে পানি পড়া সমস্যায় ভোগেন। এই বিষয় বিস্তারিত এবং করণীয় নিয়ে আমাদের একটি বিশেষ আর্টিকেল রয়েছে। চাইলে রেফারেন্স হিসাবে এই লিংক ক্লিক করে আর্টিকেলটি পড়ে নিতে পারেন। লিংক –> […]
প্রশ্ন: এসি চলা অবস্থায় ঘরের দরজা জানালা খোলা থাকলে কি এসির ইন্ডোর ইউনিট থেকে অতিরিক্ত পানি পড়ার সম্ভবনা আছে ? ধন্যবাদ
কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। রুমের মধ্যে বিদ্যমান গরম বাতাস যখন এসির ঠাণ্ডা ইভাপোরেটর কয়েলের সংস্পর্শে আসে তখনই কয়েলের মধ্যে পানির ক্ষুদ্রাকৃতির দানার সৃষ্টি হয় যেটি এসিতে বিদ্যমান একটি পানির পাত্রে (ড্রেইন প্যান) জমা হতে থাকে। এই পাত্রের সাথে সংযুক্ত থাকে একটি পাইপ যেটিকে বলা হয় ড্রেইন লাইন (Drain Line). মূলত এই পাইপের মাধ্যমেই এসির ইনডোর ইউনিটে সৃষ্ট পানি বাইরে বের হয়ে আসে। যদি এসি চালু অবস্থায় ঘরের দরজা-জানালা খোলা থাকে তাহলে বাহিরের বাতাস অবিরত এসির ঠাণ্ডা ইভাপোরেটর কয়েলের সংস্পর্শে আসবে এবং এসিতে অতিরিক্ত পানি তৈরি হয়ে ড্রেইন লাইনের মাধ্যমে বাহিরে বের হয়ে আসবে।
আশা করি বুঝতে পেরেছেন।
Amar split AC thake water spray moto coming from AC what to do?
কমেন্টের জন্য ধন্যবাদ। দেরিতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি আপনার এসির যে সমস্যর কথা বলেছেন,সেটি মূলত ২ প্রকার হতে পারে:
১. এসির বাতাসের সাথে কুয়াশার মত বের হওয়া,
২. এসির বাতাসের সাথে পানির ছিঁটা আসা।
সমস্যা এবং সমাধান:
১. যদি আপনার এসির বাতাসের সাথে কুয়াশার মত বের হয়,তাহলে বুঝতে হবে আপনার এসির ইনডোর ইউনিটে (ফিল্টার,ইভাপোরেটর এবং ব্লোয়ার) ধুলাময়লা জমে বাতাস প্রবাহে বিঘ্ন ঘটছে। একজন দক্ষ টেকনিশিয়ন দ্বারা আপনার এসিটি সার্ভিসিং করিয়ে নিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
২. যদি আপনার এসির বাতাসের সাথে পানির ছিঁটা আসে তাহলে বুঝতে হবে আপনার এসিতে লিকেজ/কপার পাইপে ব্লক (চোকিং) হয়েছে। এমতাবস্থায় একজন দক্ষ টেকনিশিয়ন দ্বারা আপনার এসিটির সমস্যা চিহ্নিত করে সমাধান করে নিবেন।
আশা করি বুঝতে পেরেছেন।
ও জেনারেল স্প্লিট এসির ড্রেন লাইন থেকে পানি পড়ছে সার্ভিসিং করা হয়েছে ড্রেন পাইপ ও পরিস্কার।পানিটা পরছে লাইপ এর অপর প্রান্ত থেকে।
এর কারণ কি..?
কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার এসির যে সমস্যর কথা বলেছেন,সেটি মূলত ৩ টি কারণে হতে পারে:
১. এসির ইনডোর ইউনিটের যে পাশে দিয়ে পানি যাওয়ার লাইন আছে তার বিপরীত পাশে ঢালু থাকতে পারে,
২. এসির ইনডোর ইউনিটের বর্তমান ড্রেইন লাইনের বিপরীত পাশে আরকেটি ড্রেইন লাইনের মুখ মুখ রবার দিয়ে সিল করা থাকে সেখান দিয়ে পানি লিক করতে পারে।
৩. এসির ইনডোর ইউনিটের পিছনের পানির ট্রে বক্ল হয়ে পানি পড়তে পারে।
সমস্যা এবং সমাধান:
১. একজন দক্ষ টেকনিশিয়ন দ্বারা আপনার এসিটির সমস্যা চিহ্নিত করে সমাধান করে নিবেন।
আশা করি বুঝতে পেরেছেন।