এয়ার কন্ডিশনার কিংবা “এসি” কেনার জন্য যদি অনলাইনে সার্চ করেন কিংবা কোনও ইলেকট্রনিক স্টোরে যান তাহলে বিভিন্ন ব্র্যান্ড এর বিভিন্ন ডিজাইন এবং মডেল এর এসি আপনার চোখে পড়বে। একজন ক্রেতা হিসাবে বিষয়টি আপনার জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। কেননা বাজারে বিদ্যমান সকল ব্র্যান্ডের এসিই মানে ভাল, দামে কম, বিদ্যুৎ সাশ্রয়ী, বেশী ঠাণ্ডা ইত্যাদি ইত্যাদি ফিচারগুলোকে প্রোমশন করার স্বার্থে এতবেশী পরিমান ব্যবহার হয়, যার কারনে ক্রেতার পক্ষে আসলে তুলনা করে কোন ব্র্যান্ড এর কোন এসি ভাল হবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহন করা সহজ নয়।
এছাড়াও, যেকোনো মডেল কিংবা ব্র্যান্ড এর এসি কেনার জন্য সবথেকে ভাল উপায় হচ্ছে অন্য মডেলগুলোর সাথে তুলনা করে নেয়া। কিন্ত ক্রেতা হিসাবে আপনার পক্ষে সেটি করা সম্ভব নয়।
আমরা জানি!
এই জন্য আমরা জনপ্রিয় কিছু ব্র্যান্ডের এসির মডেল এর রিভিউ প্রদান করবো, যাতে করে এসি কেনার কাজটি আপনার জন্য সহজ হয়। আজকের রিভিউ সেকশনে আপনার অন্যতম একটি জনপ্রিয় নাম Gree Air Conditioner GS-18MU410 এসি সম্পর্কে আমাদের কিছু মতামত প্রদান করবো এতে করে এই মডেলটির ভাল, খারাপ, সুবিধা-অসুবিধাগুলো আপনি জানতে এবং বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক….
<- ডিসকাউন্ট প্রাইসের জন্য এই লিংক ক্লিক করুন ->
ব্র্যান্ড সম্পর্কে
“Gree” ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই কম কিংবা বেশী শুনেছেন। বাংলাদেশের বাজারে এসির জন্য এই ব্র্যান্ডটি খুব নির্ভরযোগ্য তবে তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের এসির তুলনায় প্রাইস কিছুটা কম হবার কারনে, অনেকের মনেই প্রোডাক্টের মান নিয়ে প্রশ্ন থাকে। চাইনিজ এই প্রোডাক্ট সম্পর্কে অনেকই ভুল ধারণা পোষণ করেন তবে বিষয়টি সঠিক নয়। এই সমস্যা থেকে বাঁচার জন্য আজকে কিছুটা ধারণা প্রদান করা হবে।
শুরুতেই বলছি, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বাংলাদেশের বাজারে এই এসির দাম কিছুটা কম। মুলত এই কারনেই এই এসিটির জনপ্রিয়তা বেশখানিকটা বেশী। যেমন ধরুন, একটি আপনি যদি ১.৫ টনের General কিংবা LG ব্র্যান্ডের এসি ক্রয় করতে যান তাহলে সেটির মুল্য থেকে Gree Air Conditioner এর প্রাইস এবং মডেল ভেদে ২৫-৩০% পর্যন্ত কমে আসবে। অথচ সেবার মান এবং বাকি সকল কিছুই কিন্তু একই পাচ্ছেন। এক কথায়, Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে “Oppo”, “Oneplus”, কিংবা “Xiaomi” এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতন।
Gree Electric Appliances Inc. মুলত চায়না ভিত্তিক একটি বৈদ্যুতিক পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা মুলত বাসা-অফিসে ব্যবহৃত এসি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে বিশ্বে অনেকটাই বড় প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত। এছাড়াও, প্রতিষ্ঠানটি বাস্য ব্যবহৃত আরও অন্যান্য বৈদ্যুতিক বিভিন্ন মেশিনারি যেমন electric fans, water dispensers, heaters, rice cookers, air purifiers, water kettles, humidifiers এবং induction cookers উৎপাদন করে থাকে।
প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় “Zhuhai City Haili Cooling Engineering Company Limited”এই নামে এবং ১৯৯৪ সালে এসে “Gree Electric Appliances Inc. of Zhuhai” নামকরন করা হয়। তখন এই প্রতিষ্ঠানটিতে কর্মরত সদস্যের সংখ্যা ছিল মাত্র ২০০ এবং বাৎসরিক উৎপাদিত পণ্যের পরিমাণ ছিল মাত্র ২০,০০০ ইউনিট।
১৯৯৬ সালে Shenzhen Stock Exchange এর মধ্যমে নিবন্ধিত হয় এবং ২০০৮ সাল নাগাদ প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির পরিমাণ বৃদ্ধি পেয়ে দ্বারায় ৪৭%। এপ্রিল ২০১১ এর তথ্য মতে প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ৭০,০০০ এবং বাৎসরিক উৎপাদিত পণ্যের পরিমাণ হচ্ছে ৬৫.৫ মিলিয়ন ইউনিট।
অর্থাৎ, এটি কোনও ছোট-খাটো প্রতিষ্ঠান নয়। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির সুনামের পিছনে মুল কারণ হচ্ছে, উৎপাদিত এসি ইউনিটের কার্যক্ষমতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভ্যালু ফর মানি প্রোডাক্ট হিসাবে।তারপরও যদি ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য আপনার জানার থাকে তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন।
আমাদের আজকের আর্টিকেল এর কাজ হচ্ছে রিভিউ প্রদান সুতরাং, আমরা রিভিউ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আজকের আলোচ্য রিভিউ আর্টিকেলটি মুলত একটি ১.৫ টন এসির। আপনার জন্য বুঝতে সমস্যা হয়, কোন ধরনের এসি আপনার বাসা কিংবা অফিসের জন্য ভাল হবে, তাহলে অনুগ্রহ করে এসির টনের হিসাব এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
একটি বিষয়ে ধারণা প্রদান করতে চাই, অনেকেই আছেন চাইনিজ এসি ব্র্যান্ড হিসাবে কিছুটা সন্দেহের মধ্যে থাকেন। মনে হতে পারে, এই এসিটি কতদিন সার্ভিস প্রদান করবে, কোনও দুর্ঘটনার কারণ হবে কিনা কিংবা বিস্ফোরিত হতে পারে কিনা, তাদের জন্য বলে রাখছি, এসি একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র।
এটিকে যদি সঠিক উপায়ে রক্ষনা-বেক্ষন না করা হয়, তাহলে দীর্ঘ সময়ে এর থেকে ভালো সেবা যেমন পাওয়া যাবেনা ঠিক একইভাবে, এসি নষ্টও হতে পারেন। তাই নিয়মিত এসি সার্ভিসিং এর গুরুত্ত অপরিসীম। অনুগ্রহ করে এসি সার্ভিসিং এর প্রয়োজনীয়তা এই আর্টিকেলটি থেকে বিস্তারিত তথ্যাদি জেনে নিতে পারবেন।
GS-18XCM32 মডেলটির বিস্তারিত
এই মডেলটি মুলত ৩ টি ভ্যারিয়েন্টে আমাদের দেশের বাজারে পাওয়া যায়। ভ্যারিয়েন্টগুলো ১.০ টন, ১.৫ টন এবং ২.০ টন ক্যাপাসিটির। মুলত যারা বাসায় কিংবা অফিসে এসি ইন্সটল করার চিন্তা করছেন তাদের কাছে GS-18MU410 মডেলটি খুবই জনপ্রিয়। আকর্ষণীয় ডিজাইন এর কারনে সবারই এই মডেলটির এসি পছন্দ হবে বলে আমাদের বিশ্বাস। এটি মুলত একটি ১.৫ টন ভ্যারিয়েন্টের নন-ইনভার্টার প্রযুক্তির একটি এসি।
- অন্য ভ্যারিয়েন্টের মডেল হচ্ছে – GS-12MU410 (১ টন) এবং GS-24MU410 (২ টন)
প্রধান ফিচার সমুহ:
-
শক্তিশালী কুলিং সিস্টেম
-
পরিবেশ-বান্ধব R32 রেফ্রিজারেন্ট/ গ্যাস
-
আকর্ষণীয় ডিজাইন
-
স্বয়ংক্রিয় ক্লিনিং (self cleaning) প্রযুক্তি
- বিক্রয়ত্তর সেবা এবং শক্তিশালী গ্রাহক সেবা প্রদান।
মুলত এই সুবিধাগুলো এই মডেলের এসি প্রদান করতে সক্ষম। এছাড়াও, এর আরও কিছু ফিচার রয়েছে।
এনার্জি সেভিং: নতুন প্রযুক্তি এবং পরিবেশ-বান্ধব রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস ব্যবহার করার কারণে বাজারে বিদ্যমান অন্য ব্র্যান্ডের নন-ইনভার্টার এসিগুলোর তুলনায় এই মডেলের এসি অপেক্ষাকৃত কম শক্তি ব্যবহার করে ফলে বাড়তি বিদ্যুৎ বিল আপনার জন্য কোনও সমস্যার সৃষ্টি করবে না। যদিও এই মডেলটি ইনভার্টার প্রযুক্তির নয় তারপরও এটি বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম।
অতিরিক্ত তাপমাত্রা সহনশীল: বাহিরের তাপমাত্রা যাই হোক না কেন সেটি এই এসির ঠাণ্ডা বাতাস প্রবাহে কোনও সমস্যার সৃষ্টি করতে পারবে না। তাপমাত্রা 52°C পর্যন্ত এই এসি আপনাকে শীতল বাতাস প্রদান করতে সক্ষম। সুতরাং, গ্রীষ্মের তাপদাহ যেই পরিমানেই হোক না কেন, নিশ্চিন্ত থাকতে পারেন।
ফ্যান কন্ট্রোল সিস্টেম: ৫টি ভিন্ন গতিতে কুলিং ফ্যান নিয়ন্ত্রণ করার সাথে অতিরিক্ত পাওয়ার কুলিং সুবিধা প্রদান করে। অর্থাৎ, প্রচণ্ড গরমেও প্রায় তাৎক্ষনিক রুমকে ঠাণ্ডা করার সক্ষমতা রয়েছে এই এসিটির। এই মডেলটিতে ব্যবহৃত i-feel সিস্টেমটি, স্বয়ংক্রিয়ভাবে আপনার রুমের তাপমাত্রা ডিটেক্ট করার মাধ্যমে, তুলুনামুলক আরামদায়ক ঠাণ্ডা প্রদানে সক্ষম।
Auto Clean (Xfan): স্বয়ংক্রিয়ভাবে এসিটি ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যবর্তী অংশকে এসি ব্যবহার করে বন্ধ করার পর, শুষ্ক রাখে যাতে করে অতিরিক্ত ধুলা-ময়লা এবং কোনও ফাংগাস জন্মাতে না পারে। এতে করে আপনার কুলিং সিস্টেমটি সর্বদাই ব্যাকটেরিয়া মুক্ত থাকবে।
নতুন প্রযুক্তি: এই মডেলটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যেটি আগের এসির মডেলগুলোর তুলনায় আরও বেশী কার্যকরী, সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী। এর মধ্যে বড় পরিবর্তন এসেছে এই মডেলটির বাতাস প্রবাহ সিস্টেমে। পুরাতন মডেলগুলোর তুলনায় এটিতে ব্যবহার করা হয়েছে –
- ডুয়াল সাকশন চ্যানেলঃ যেটি বেশী পরিমানের বাতাস আগমন এবং নির্গমন নিশ্চিত করে।
- লং ফ্যান ডিজাইনঃ ইনডোর ইউনিটে বিদ্যমান ফ্যান এর আকার, আগের মডেলগুলোর তুলনায় 100 mm বৃদ্ধি করা হয়েছে যা অতিরিক্ত বাতাস প্রবাহে সক্ষম।
- শক্তিশালী ডিসি ফ্যানঃ পূর্বে ব্যবহৃত ফ্যানগুলো থেকে এই মডেলটিতে আরও শক্তিশালী ফ্যান ব্যবহার করা হয়েছে যেটি কার্যক্ষমতা আগের মডেল এর থেকে প্রায় ৩৬% বেশী। অর্থাৎ, অপেক্ষাকৃত কম সময়ে এটি অধিকতর ঠাণ্ডা বাতাস প্রবাহ করতে সক্ষম।
এসিটির টেকনিক্যাল বিষয়গুলো জানার জন্য অনুগ্রহ করে নিচের লিংকটি ক্লিক করে জেনে নিতে পারেন। এখানে Technical Specifications বক্সে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন। আমরা শুধুমাত্র ব্যবহার করার ভিত্তিতে এই এসির একটি রিভিউ প্রদান করার চেষ্টা করেছি মাত্র।
<- ডিসকাউন্ট প্রাইসের জন্য এই লিংক ক্লিক করুন ->
সুবিধাসমুহ
- অন্যান্য ব্র্যান্ডের নন-ইনভার্টার প্রযুক্তির এসির তুলনায় এই মডেলের এসির প্রাইস তুলনামূলক অনেক কম। আকর্ষণীয় ডিজাইন, নতুন প্রযুক্তি এবং পরিবেশ-বান্ধব প্রযুক্তির গ্যাস থাকার কারণে এই এসি মুলত বাসা কিংবা অফিসে সবথেকে বেশী মানানসই।
- এই এসির রুম ঠাণ্ডা করার ক্ষমতা অনেক বেশী। নন-ইনভার্টার এসি হলেও এই মডেলটিতে বিদ্যমান ফ্যানের সুইং করার ক্যাপাসিটির ভিন্নতা এবং i-feel প্রযুক্তি থাকার কারণে অধিকতর কম সময়ে রুমকে ঠাণ্ডা করতে সক্ষম।
- ডিসপ্লেযুক্ত রিমোটে রয়েছে ভিন্ন গতিতে বাতাস প্রবাহ নিয়ন্ত্রণ করার সুবিধা যেটি আপনার পছন্দ অনুসারে একদম ধীরগতি থেকে শুরু করে পাওয়ার কুলিং পর্যন্ত ঠাণ্ডা বাতাস প্রবাহে সক্ষম।
- Gree Air Conditioner GS-18XCM32 এর স্থায়িত্ব নিয়ে চিন্তা করার কিছুই নেই। সঠিক নিয়ম এবং রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে এসিটি ব্যবহার করলে দীর্ঘদিন এর থেকে সেবা পাবেন বলে আশা করি। যেকোনো এসির জন্য নিয়মিত সার্ভিসিং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা এর মাধ্যমে এসির কার্যকারিতা এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়। এসির জন্য রক্ষণাবেক্ষণ কেন প্রয়োজন এটির বিস্তারিত জানতে পারবেন এসি সার্ভিসিং এর প্রয়োজনীয়তা এই আর্টিকেল থেকে।
- Gree Air Conditioner এর অফিসিয়াল গ্যারান্টি এবং সার্ভিস টীম রয়েছে যার মাধ্যমে আপনি কম্প্রেসরে পাচ্ছেন প্রায় ৫ বছরের গ্যারান্টি এবং অন্যান্য পার্টসে পাচ্ছেন ১ বছরের নিশ্চায়তা। সুতরাং, ক্রয় করার পর নিশ্চিতে ব্যবহার করার সুবিধা পাবেন।
- এসিটি ইনভার্টার প্রযুক্তির না হবার কারনে, এটি রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক কম। সুতরাং, কেনার এর পর সার্ভিসিং এর জন্য আপনাকে তেমন সমস্যায় পড়তে হবে না। এছাড়া, sebokbd.com এর দক্ষ টেকনিশিয়ান রয়েছে যারা গ্যারান্টির মাধ্যমে সেবা প্রদান করে থাকে। এসি সার্ভিসিং এর জন্য সেবক এর রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ। এদের সার্ভিসিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে ->
অসুবিধাসমুহ
- ইনভার্টার প্রযুক্তির এসি না হবার কারনে এটি শীতলীকরণ কাজের জন্য অপেক্ষাকৃত বেশী বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যার ফলে তুলনামুলক বেশী বিদ্যুৎ খরচ হয়। ফলশ্রুতিতে বেশী বিদ্যুৎ বিল, বোঝা হিসাবে আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। ইনভার্টার এসি কিভাবে কাজ করে এবং এর সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন “ইনভার্টার এসির বিস্তারিত” এই আর্টিকেল থেকে।
কোথায় পাবেন?
যেকোনো ধরনের বৈদ্যুতিক এপ্লায়েন্স ব্যবহার করার জন্য অবশ্যই সেটিকে অফিসিয়াল কোনও সোর্স থেকে ক্রয় করা অত্যাবশ্যক কেননা এতে করে প্রোডাক্ট এর কোয়ালিটি ভাল থাকবে এবং সেই সাথে বিক্রয়ত্তর সেবাও পাবেন। আন-অফিসিয়াল প্রোডাক্ট নকল হবার সাথে সাথে ব্যবহারে দুর্ঘটনার ঝুঁকিও থাকে অনেক বেশী।
Gree Air Conditioner GS-18MU410 এই এসিটি sebokbd.com এর পক্ষ থেকে অনলাইন অর্ডার এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। এছাড়াও, সেবক দিচ্ছে ৫ বছরের কম্প্রেসর অফিসিয়াল গ্যারান্টি, সকল সার্কিট এর উপর ১ বছরের অফিসিয়াল গ্যারান্টি এবং ১ বছরের বিক্রয়ত্তর সার্ভিসিং সুবিধা। এছাড়াও সমগ্র বাংলাদেশে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধাও প্রদান করছে sebokbd.com
কেন সেবক থেকে কিনবেন?
- ১০০% অফিসিয়াল প্রোডাক্ট। সহজ ওয়ারেন্টটি পলিসি।
- দক্ষ টেকনিশিয়ান এর মাধ্যমে ইন্সটলেশন সেবা প্রদান।
- দক্ষ টেকনিশিয়ান এর মাধ্যমে সার্ভিসিং প্রদান।
- মানসম্মত “ইন্সটলেশন কিট” এর ব্যবহার।
- ডিসকাউন্ট প্রাইসে কেনার সুবিধা।
- মানসম্মত গ্রাহক সেবা।
- ফ্রি ডেলিভারি সিস্টেম।
<- ডিসকাউন্ট প্রাইসের জন্য এই লিংক ক্লিক করুন ->
আশা করছি, আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনও প্রশ্ন কিংবা মতামত জানাতে চান তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার। এছাড়াও অন্য কোনও মডেলের এসি সম্পর্কে আপনার জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন। আমরা চেষ্টা করবো দ্রুততার সাথে রিভিউ প্রদানের।