AC স্টার রেটিং কি? কি বোঝায়?

0
263
AC স্টার রেটিং

আমরা যখন বাসা কিংবা অফিসের জন্য কোন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি (Home Appliances) কিনে থাকি যেমন ফ্রিজ, টেলিভিশন, এসি , ওভেন, ইত্যাদি। তখন খেয়াল করবেন, সেই যন্ত্রের ডানে বা বামে একটি বড় স্টিকার থাকে যেখানে কিছু স্টার চিহ্ন দেয়া থাকে। কিছু যন্ত্রে ৩ স্টার পূরণ করা থাকে আবার কিছু যন্ত্রে ৫ স্টার পূরণ করা থাকে। ঠিক এরকম ভাবে এসিতে ও ৩ স্টার অথবা ৫ স্টার রেটিং থাকে। এটিকেই বলা হয় স্টার রেটিং কিংবা দক্ষতার সূচক।    

স্টার রেটিং কি?

“Energy Efficiency Rating” কিংবা “Star Rating” মুলত একটি বিদ্যুৎ চালিত যন্ত্রের কাজ করার দক্ষতা এবং বিদ্যুৎ সাশ্রয় করার পরিমাণকে বুঝিয়ে থাকে। সাধারণভাবে যেই যন্ত্রের স্টার রেটিং বেশী, সেই যন্ত্র তুলনামূলক অধিক কার্যকরী এবং বিদ্যুৎ সাশ্রয়ী। এই স্টার রেটিংকে মূলত নাম্বারের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। যেমন,  2*** ; 3*** কিংবা 5*** রেটিং।

আপনি যখন বাসা কিংবা অফিসে ব্যবহার করার জন্য কোনও বৈদ্যুতিক যন্ত্রাদি (টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি) ক্রয় করবেন, তখন যদি সেই পন্যটির গায়ে এই ধরনের রেটিং স্টিকার দেখতে পান, তখন বুঝবেন এটি মূলত অপেক্ষাকৃত বেশী কার্যকরী এবং বিদ্যুৎ সাশ্রয়ী। এই রেটিং এর নাম্বার যত বেশী হবে, যন্ত্রটির মানও তত ভালো হবে।

এই রেটিং সিস্টেমটি অনেকটাই কাজ করে “সার্টিফিকেট” এর মতন। উৎপাদনকারী চাইলে, যেকোনো বৈদ্যুতিক পণ্যে এই স্টার রেটিং স্টিকার কিংবা লেভেল যুক্ত করতে পারবে না। এই রেটিং প্রদান করার নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে যারা মুলত বৈদ্যুতিক যন্ত্রগুলোকে বিভিন্ন মানদণ্ডে বিচার করার মাধ্যমে এই রেটিং প্রদান করে থাকে।

প্রতিটি দেশেরই আলাদা আলদা রেগুলেটরি কমিশন রয়েছে যারা মূলত এই কাজটি করে থাকেন। যেমন, ভারতে, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে Bureau of Energy Efficiency(BEE).

বাংলাদেশ এর ক্ষেত্রে Sustainable and Renewable Energy Development Authority (SREDA) রেটিং প্রদানের এই কাজটি করে থাকেন। প্রতিষ্ঠানটি দেশে উৎপাদিত এবং বাসায় ব্যবহার করার জন্য অনুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করার জন্য এই রেটিং প্রদান করে থাকে।

স্টার রেটিং সিস্টেম মুলত একটি যন্ত্রের পরিচালিত বিদ্যুৎ শক্তি এবং কাজ করার দক্ষতা (efficiency) কে বোঝায়। এসির স্টার রেটিং যত বেশী, ঐ এসি তত বেশী বিদ্যুৎ সাশ্রয়ী। বিদ্যুৎ শক্তি ব্যবহারের দক্ষতার উপরে এই রেটিং নির্ভর করে। এই রেটিং BEE (Bureau of Energy Efficiency) দ্বারা প্রদান করা হয়ে থাকে। 

এই স্টার রেটিং এর উদ্ভাবন হয়েছে ১৯৮৬ সালে, অস্ট্রেলিয়ার New South Wales (NSW) এবং Victoria (VIC) প্রদেশে। প্রায় ৩০ বছর আগ থেকে অস্ট্রেলিয়াতে মুলত এই Energy Rating Label সিস্টেমটি ব্যবহৃত হয়ে আছে এবং ১৯৯২ সাল থেকে সকল ধরনের গৃহস্থালি যন্ত্রাংশ (home appliances) এর ক্ষেত্রে এই স্টার রেটিং সিস্টেমটির ব্যবহার, বাধ্যতামুলক করা হয় যা অস্ট্রেলিয়ান সরকার নিজেই তদারকি করতেন।

অর্থাৎ, অস্ট্রেলিয়াই হচ্ছে প্রথম দেশ যারা এই AC স্টার রেটিং এর প্রবর্তন করেন। এই স্টার রেটিং ব্যবহার করার মূল কারন ছিল, ক্রেতা কিংবা গ্রাহকরা যাতে করে বুঝতে পারেন, কোন যন্ত্রগুলো (Appliances) মুলত অপেক্ষাকৃত কম পরিমান শক্তি (Energy) ব্যবহার করে কাজ করতে পারে সেটি চিহ্নিত করা এবং সাধারণ প্যনের সাথে “Energy Efficient” পণ্যগুলোকে আলাদা করা।

এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ী এই সকল পন্যগুলোকে ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করার জন্যই মুলত এই স্টার রেটিং এর যাত্রা শুরু হয়।

তবে ব্যবহৃত যন্ত্রগুলোর ভিত্তিতে এই স্টার রেটিং কিন্তু ভিন্ন হতে পারে। যেমন ফ্রিজ, টেলিভিশান, এসি, ওভেন, ইত্যাদি ভিন্ন ভিন্ন পণ্যে থাকা স্টার রেটিং কিন্তু ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করে থাকে। ভিন্ন ভিন্ন পণ্যের এই স্টার রেটিং কে আপনি একই সাথে তুলনা করতে পারবেন না।

যেমন ধরুন, আপনার বাসায় থাকা একটি ফ্রিজের স্টার রেটিং যদি 5 হয় তাহলে সেটি কিন্তু 3 স্টার রেটিং যুক্ত AC এর সাথে তুলনা করা যাবে না। কেননা এই দুইটি পণ্যের ব্যবহৃত বিদ্যুৎ শক্তির পরিমান ভিন্ন ভিন্ন হবে।

তবে এতটুকু নিশ্চিত থাকবেন, একই ক্যাটাগরির যে পন্যগুলোতে স্টার রেটিং রয়েছে এবং যেগুলোতে নেই, সেই রেটিং প্রাপ্ত পন্যগুলো অনেক বেশী বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে। যেমন, স্টার রেটিং যুক্ত একটি AC অপেক্ষাকৃত কম বিদ্যুৎ ব্যবহার করবে ,স্টার রেটিং নেই এমন AC থেকে।

AC এর স্টার রেটিং

অন্যান্য গৃহস্থালি যন্ত্রাংশ (Home Appliances) এর মতন Air Conditioner (AC) ব্যবহারের ক্ষেত্রেও এটিকে স্টার রেটিং প্রদান করা হয়ে থাকে। আন্তর্জাতিক মানদন্ডের বিচারে মুলত AC এর ক্ষেত্রে দুই ধরনের স্টার রেটিং প্রদান করা হয়। 

এর মধ্যে একটি হচ্ছে “Blue Star Rating” এবং অন্যটি হচ্ছে “Red/Orange Star Rating“. এই দুই ধরনের রেটিং এর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। যেখানে –

  • Blue Star Rating = Cooling Efficiency কিংবা শীতলীকরণ দক্ষতা বুঝিয়ে থাকে
  • Red Star Rating = Heating Efficiency কিংবা গরম করার দক্ষতা বুঝিয়ে থাকে
আমাদের দেশে মুলত “Blue Star Rating” যুক্ত AC গুলো বেশি দেখতে পাওয়া যায়। আমরা যেহেতু মুলত গরম প্রধান দেশ, তাই এখানে প্রাপ্ত  AC গুলোতে “heating” ফিচারটি কম থাকে ।

এখন AC ক্রয় করার ক্ষেত্রে এই “Blue Star Rating” টি মুলত দুইটি বিষয়ের তথ্য প্রকাশ করে থাকে। এদের মধ্যে একটি হচ্ছে Capacity Output kW যা মুলত AC কি পরিমান কুলিং প্রদান করতে পারে সেটির তথ্য প্রকাশ করে এবং Power Input kW যা মুলত AC চালাতে (ব্যবহার করতে) কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করার প্রয়োজন হবে, সেটির তথ্য প্রকাশ করে।

অর্থাৎ, আপনি স্টার রেটিং নাম্বার দেখে বুঝতে পারবেন, এই AC ব্যবহার করতে হলে, কি পরিমাণ বিদ্যুৎ বিল আপনার পকেট থেকে খরচ করতে হবে।

বেশিরভাগ ক্ষেত্রেই এই স্টার রেটিংকে 1-6 নাম্বার এর ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ, নাম্বার যত বড় – ACও ততবেশী বিদ্যুৎ সাশ্রয়ী এবং দক্ষ হবে। তবে প্রযুক্তি যেহেতু থেমে থাকার জিনিস নয়, তাই যুগের সাথে তাল মিলিয়ে এই যন্ত্রগুলোও অনেকবেশী বিদ্যুৎ সাশ্রয়ী এবং দক্ষ হয়ে উঠছে।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি পরিমাণ স্টার রেটিং রয়েছে এমন AC ক্রয় কিংবা ব্যবহার করবেন?

এটি সম্পূর্ণরুপে নির্ভর করবে, আপনার ক্রয় ক্ষমতার উপর। কেননা, স্টার রেটিং হচ্ছে অনেকটা সার্টিফিকেট এর মতন। যেই AC তে এই লেভেল দেখতে পাবেন, সেগুলোর দাম তুলনামূলক বেশী হয়ে থাকে। সাধারণত Inverter প্রযুক্তির AC গুলোতে এই স্টার রেটিং দেখতে পাবেন যেগুলোর মুল্য Non-Inverter প্রযুক্তির AC থেকে অপেক্ষাকৃত বেশী মূল্যের হয়ে থাকে।

Inverter এবং Non-Inverter প্রযুক্তির পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এই আর্টিকেলটি থেকে।

এখন যেই AC এর স্টার রেটিং এর পরিমাণ বেশী, সেই AC এর জন্য আপনাকে বেশী অর্থ খরচ করতে হবে। যেমন ২স্টার রয়েছে এমন AC ক্রয় করার থেকে ৪স্টার রয়েছে এমন AC ক্রয় করতে, আপনাকে বেশী পরিমাণ অর্থ খরচ করতে হবে।

তবে স্টার রেটিং কম থাকার মানে যে সেটির কাজ করার দক্ষতা ভাল নয় এবং বিদ্যুৎ সাশ্রয় করবে না, এমন চিন্তার কিছু নেই। প্রতিটি AC ই আন্তর্জাতিক স্বীকৃত কিছু মানদণ্ড (Standard) বিবেচনায় উৎপাদন করা হয়ে থাকে। সুতরাং, স্টার রেটিং থাকার মানেই হচ্ছে, সেই AC তুলনামূলক বিদ্যুৎ সাশ্রয়ী এবং কার্যকরীভাবে দক্ষ। শুধু পার্থক্য হচ্ছে, বেশী স্টার রেটিং নাম্বার মানেই বেশী “বিদ্যুৎ সাশ্রয়ী এবং কাজ করার দক্ষতাও বেশী”।

এছাড়াও, AC ক্রয় করার ক্ষেত্রে আরও বেশকিছু ফ্যাক্টর মাথায় রাখতে হবে। যেমন, আপনি বাসা কিংবা অফিসের যেই অংশে AC স্থাপন করবেন, সেই রুমের (কক্ষ) আয়তন, অবস্থান, কুলিং ক্যাপাসিটি কি পরিমানের হবে ইত্যাদি।

এছাড়াও AC সম্পর্কে যদি আপনার আরও বিস্তারিত কোনও কিছু জানার থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের “AC অংশে” দেখে নিতে পারেন।

স্টার রেটিং ছাড়া AC ক্রয় কি ভুল সিধান্ত?

  • স্টার রেটিং ছাড়া এক অর্থে এসি কেনা ভুল সিদ্ধান্ত না। এই রেটিং ছাড়া, এসি ক্রয় মানে এটি BEE (Bureau of Energy Efficiency) দ্বারা পরীক্ষিত না। 
  • এই স্টিকার ছাড়া AC, কার্যকারীতায় কতোটা দক্ষ সেটি সম্পর্কে ধারনা পাওয়া কিছুটা কঠিন। 
  • আপনি যদি বিদ্যুৎ সাশ্রয় করে, এমন AC ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই স্টার রেটিং যুক্ত এসি ক্রয় করতে হবে।
তাহলে আমরা বলতে পারি স্টার রেটিং ছাড়া একটি AC এর কর্ম দক্ষতা বোঝা কষ্টসাধ্য। তারপরও বিষয়টি  সম্পূর্ণ ক্রেতার পছন্দের উপর নির্ভর করে। কেননা এই স্টার রেটিং মুলত একটি সার্টিফিকেশন এর কাজ করে যার জন্য ক্রেতাকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে।

স্টার রেটিং Vs নন-স্টার রেটিং AC

নিচে কিছু পার্থক্য উপস্থাপন করছি। এতে করে আপনি বুঝতে পারবেন, আপনার জন্য স্টার রেটিং যুক্ত AC ভাল হবে নাকি স্টার রেটিং ছাড়া।

স্টার রেটিং যুক্ত এসি

  • কাজের দিক থেকে অপেক্ষাকৃত শক্তিশালী হয়ে থাকে।
  • অপেক্ষাকৃত কম বিদ্যুৎ ব্যবহার করে যার কারণে মাসিক বিল এর ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন।
  • আধুনিক ডিজাইন এবং বেশী পরিমাণ ফিচার একসাথে পাওয়া যায়। যেমন অনেক AC তে Ionizer, Air Purifier এর মতন ফিচারগুলো দেয়া থাকে।
  • ইনভার্টার প্রযুক্তি থাকার কারণে, অতিরিক্ত শব্দ (কম্প্রেসর থেকে) আসে না।
  • নতুন প্রযুক্তির Coolant (রেফ্রিজারেন্ট গ্যাস) ব্যবহৃত হওয়ার কারনে, পরিবেশের জন্য অপেক্ষাকৃত ভালো।
  • AC এর মধ্যে বিদ্যমান কম্প্রেসর দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
  • আয়তনে বড় এই ধরনের রুমের (কক্ষ) এর জন্য অধিক কার্যকারী।
  • ক্রয় মুল্য এবং সার্ভিসিং খরচ তুলামুলক বেশী।

নন-স্টার এসি

  • প্রযুক্তি অপেক্ষাকৃত পুরাতন হবার কারণে, কার্যকারিতা কিছুটা কম।
  • পুরাতন ডিজাইন এবং মডেল হবার কারণে ফিচার কিছুটা কম থাকে।
  • অপেক্ষাকৃত বেশী বিদ্যুৎ ব্যবহার করে যার কারনে মাসিক বিল এর ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে।
  • নন-ইনভার্টার প্রযুক্তির কারনে, অতিরিক্ত শব্দ (কম্প্রেসর থেকে) উৎপন্ন হয়।
  • কম্প্রেসর এর স্থায়িত্ব তুলনামুলক কম।
  • নন-ইনভার্টার প্রযুক্তির কারণে এই ধরনের AC এর ক্রয় মুল্য অনেক কম হয়ে থাকে।
  • সার্ভিসিং খরচ তুলামুলক কম।

পরামর্শ

AC তে বিদ্যমান এই স্টার রেটিং মুলত আপনাকে বুঝতে সহায়তা করবে। এই পন্যটি কতটা বেশী বিদ্যুৎ সাশ্রয়ি এবং কাজের ক্ষেত্রে দক্ষ। আপনি চাইলে রেটিং নেই এমন AC ও ব্যবহার করতে পারেন। সেটি সম্পূর্ণরুপে নির্ভর করবে, আপনার উপর। তবে আমাদের পরামর্শ হচ্ছে –

আপনি যদি দৈনিক ৯ থেকে ১০ ঘণ্টা এসি চালান, তাহলে আপনার জন্য 4 star কিংবা এর উপরের রেটিং রয়েছে এমন AC ক্রয় করা উত্তম হবে। কেননা এতে করে অতিরিক্ত বিদ্যুৎ বিলের থেকে কিছুটা হলেও আপনি রক্ষা পাবেন এবং সেই সাথে এই AC গুলো স্থায়িত্ব অনেকবেশী। 

অন্যদিকে, যদি AC এর ব্যবহার তুলনামূলক কম হয়ে থাকে, তাহলে আপনার জন্য সাধারণ মানের AC ঠিক আছে। কেননা এই ধরনের এসির সবথেকে বড় সুবিধা হচ্ছে “মূল্য”।

নিচের এই টেবিলটি থেকে আপনি স্টার রেটিং এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করার একটি ধারনা পাবেন।

স্টার রেটিং  বিদ্যুৎ খরচ  (Watts)
১ টন এসি ১.৫ তন এসি  ২ টন এসি 
৩ স্টার রেটিং এ/সি ৭৩২ ৳  ১০৮৯ ৳  ১২৯১ ৳ 
৫ স্টার রেটিং  এ/সি ৫৯২ ৳  ৮৮০৳  ১১১৩৳ 

** এটি ব্যবহারের ভিত্তিতে প্রদত্ত তথ্য। কুলিং এর পরিমাণ, রুমের অবস্থান এবং আয়তনের হিসাবে খরচের এই হিসাব ভিন্ন হতে পারে।


আশা করছি, আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনও প্রশ্ন কিংবা মতামত জানাতে চান তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।

কমেন্ট সেকশন

Please enter your comment!
Please enter your name here