Walton Air Conditioner WSI-ACC (DIGITAL DISPLAY)-18H: এয়ার কন্ডিশনার কিংবা “এসি” কেনার জন্য যদি অনলাইনে সার্চ করেন কিংবা কোনও ইলেকট্রনিক স্টোরে যান তাহলে বিভিন্ন ব্র্যান্ড এর বিভিন্ন ডিজাইন এবং মডেল এর এসি আপনার চোখে পড়বে। একজন ক্রেতা হিসাবে বিষয়টি আপনার জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে।
কেননা বাজারে বিদ্যমান সকল ব্র্যান্ডের এসিই মানে ভাল, দামে কম, বিদ্যুৎ সাশ্রয়ী, বেশী ঠাণ্ডা ইত্যাদি ইত্যাদি ফিচারগুলোকে প্রোমশন করার স্বার্থে এতবেশী পরিমান ব্যবহার হয়, যার কারণে ক্রেতার পক্ষে আসলে তুলনা করে কোন ব্র্যান্ড এর কোন এসি ভাল হবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহন করা সহজ নয়।
এছাড়াও, যেকোনো মডেল কিংবা ব্র্যান্ড এর এসি কেনার জন্য সবথেকে ভাল উপায় হচ্ছে অন্য মডেলগুলোর সাথে তুলনা করে নেয়া। কিন্তু ক্রেতা হিসাবে আপনার পক্ষে সেটি করা সম্ভব নয়।
আমরা জানি!
এই জন্য আমরা জনপ্রিয় কিছু ব্র্যান্ডের এসির মডেল এর রিভিউ প্রদান করবো, যাতে করে এসি কেনার কাজটি আপনার জন্য সহজ হয়। আজকের রিভিউ সেকশনে আপনার অন্যতম একটি জনপ্রিয় নাম Walton Air Conditioner WSI-ACC (DIGITAL DISPLAY)-18H ইনভার্টার এসি সম্পর্কে আমাদের কিছু মতামত প্রদান করবো এতে করে এই মডেলটির ভাল, খারাপ, সুবিধা-অসুবিধাগুলো আপনি জানতে এবং বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক….
<- ডিসকাউন্ট প্রাইসের জন্য এই লিংক ক্লিক করুন ->
ব্র্যান্ড সম্পর্কে
“Walton” ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন। দেশীয় বাজারে এই ব্র্যান্ড দীর্ঘদিন ধরেই ব্যবসা পরিচালনা করে আসছে। মুলত ইলেক্ট্রনিক পণ্যের বাজারে দেশীয় যেসকল ব্র্যান্ড রয়েছে তাদের মধ্যে আয়তন, উৎপাদন, প্রোডাক্ট ভেরিয়েশন এবং প্রযুক্তিগত দিক থেকে ওয়ালটন সবথেকে বড় এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান।
১৯৭৭ সালে যাত্রা শুরু করার পর থেকে এখন অবধি প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন প্রায় ৩০,০০০ কর্মী এবং “Walton Plaza” নামক বাংলাদেশে শো-রুম রয়েছে প্রায় ১০০০। এছাড়াও আন্তর্জাতিক বাজারেও প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পন্যগুলো রপ্তানি করে থাকে। বাংলাদেশে বাইরে চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের উৎপাদিত কিছু পন্য রপ্তানি হয়ে থাকে।
২০১৭ সালে এসে প্রতিষ্ঠানটি বাংলাদেশ প্রথম এবং একমাত্র কম্প্রেসর তৈরির প্ল্যান্ট / কারখানা তৈরি করে, হার হাত ধরে বাংলাদেশ বিশ্বে ১৫তম এবং দক্ষিণ এশিয়ায় ৫ম কম্প্রেসর উৎপাদিত দেশ হিসাবে জায়গা করে নেয়। এছাড়াও ২০১৮ সালে প্রতিষ্ঠানটির উৎপাদিত ল্যাপটপ নাইজেরিয়াতে রপ্তানি করা শুরু করে।
শুরুতেই বলছি, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বাংলাদেশের বাজারে এই এসির দাম কিছুটা কম। মুলত এই কারণেই এই এসিটির জনপ্রিয়তা বেশখানিকটা বেশী। যেমন ধরুন, একটি আপনি যদি ১.৫ টনের General কিংবা LG ব্র্যান্ডের এসি ক্রয় করতে যান তাহলে সেটির মুল্য থেকে Walton Air Conditioner এর প্রাইস এবং মডেল ভেধে ২৫-৩০% পর্যন্ত কমে আসবে।
অথচ সেবার মান এবং বাকি সকল কিছুই কিন্তু একই পাচ্ছেন। এক কথায়, Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে “Oppo”, “Oneplus”, কিংবা “Xiaomi” এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতন।
অর্থাৎ, এটি কোনও ছোট-খাটো প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠানটির সুনামের পিছনে মুল কারণ হচ্ছে, উৎপাদিত এসি ইউনিটের মুল্য, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভ্যালু ফর মানি প্রোডাক্ট হিসাবে। তারপরও যদি ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য আপনার জানার থাকে তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন।
আমাদের আজকের আর্টিকেল এর কাজ হচ্ছে রিভিউ প্রদান সুতরাং, আমরা রিভিউ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আজকের আলোচ্য রিভিউ আর্টিকেলটি মুলত একটি ১.৫ টন এসির। আপনার জন্য বুঝতে সমস্যা হয়, কোন ধরনের এসি আপনার বাসা কিংবা অফিসের জন্য ভাল হবে, তাহলে অনুগ্রহ করে এসির টনের হিসাব এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন।
একটি বিষয়ে ধারণা প্রদান করতে চাই, অনেকেই আছেন দেশীয় এসি ব্র্যান্ড হিসাবে কিছুটা সন্দেহের মধ্যে থাকেন। মনে হতে পারে, এই এসিটি কতদিন সার্ভিস প্রদান করবে, কোনও দুর্ঘটনার কারণ হবে কিনা কিংবা বিস্ফোরিত হতে পারে কিনা, তাদের জন্য বলে রাখছি, এসি একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র।
এটিকে যদি সঠিক উপায়ে রক্ষনা-বেক্ষন না করা হয়, তাহলে দীর্ঘ সময়ে এর থেকে ভালো সেবা যেমন পাওয়া যাবেনা ঠিক একইভাবে, এসি নষ্টও হতে পারেন। তাই নিয়মিত এসি সার্ভিসিং এর গুরুত্ত অপরিসীম। অনুগ্রহ করে এসি সার্ভিসিং এর প্রয়োজনীয়তা এই আর্টিকেলটি থেকে বিস্তারিত তথ্যাদি জেনে নিতে পারবেন।
WSI-ACC (DIGITAL DISPLAY)-18H মডেলটির বিস্তারিত
এই মডেলটি মুলত ১টি ভ্যারিয়েন্টেই আমাদের দেশের বাজারে পাওয়া যায়। মুলত যারা বাসায় কিংবা অফিসে এসি ইন্সটল করার চিন্তা করছেন তাদের কাছে WSI-ACC (DIGITAL DISPLAY)-18H মডেলটি খুবই জনপ্রিয়। আকর্ষণীয় ডিজাইন এর কারনে সবারই, এই মডেলটির এসি পছন্দ হবে বলে আমাদের বিশ্বাস। এটি মুলত একটি ১.৫ টন ভ্যারিয়েন্টের ইনভার্টার প্রযুক্তির একটি এসি।
প্রধান ফিচার সমুহ:
- ডিজিটাল ডিসপ্লে সিস্টেম
- এয়ার প্লাজমা প্রযুক্তির ব্যবহার
- স্বয়ংক্রিয় ক্লিনিং (self cleaning) প্রযুক্তি
- শক্তিশালী কুলিং সিস্টেম
-
পরিবেশ-বান্ধব R32 রেফ্রিজারেন্ট/ গ্যাস
-
আকর্ষণীয় ডিজাইন
- বিক্রয়ত্তর সেবা এবং শক্তিশালী গ্রাহক সেবা প্রদান।
মুলত এই সুবিধাগুলো এই মডেলের এসি প্রদান করতে সক্ষম। এছাড়াও, এর আরও কিছু ফিচার রয়েছে।
ডিজিটাল ডিসপ্লে: এই মডেলটির এসির সবথেকে বড় সুবিধা হচ্ছে, এসিটির ইনডোর ইউনিটের মধ্যে একটি ৫” ডিজিটাল ডিসপ্লে যুক্ত থাকে যার মাধ্যমে আপনি এসিটির সকল ফাংশন এবং কাজ করার বিস্তারিত তথ্যাদি জানতে পারবেন। যেমন ধরুন, সময় এবং তারিখ, রুমের তাপমাত্রার পরিমাণ, কতটুকু বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে সেটির পরিমাণ, ফ্যানের স্পীড এবং যদি কোনও সমস্যা হয়, তাহলে সেটিও দেখতে পাবেন।
এনার্জি সেভিং: নতুন প্রযুক্তি এবং পরিবেশ-বান্ধব রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস ব্যবহার করার কারণে বাজারে বিদ্যমান অন্য ব্র্যান্ডের ইনভার্টার এসিগুলোর তুলনায় এই মডেলের এসি অপেক্ষাকৃত কম শক্তি ব্যবহার করে ফলে বাড়তি বিদ্যুৎ বিল আপনার জন্য কোনও সমস্যার সৃষ্টি করবে না।
অতিরিক্ত তাপমাত্রা সহনশীল: বাহিরের তাপমাত্রা যাই হোক না কেন সেটি এই এসির ঠাণ্ডা বাতাস প্রবাহে কোনও সমস্যার সৃষ্টি করতে পারবে না। তাপমাত্রা 52°C পর্যন্ত এই এসি আপনাকে শীতল বাতাস প্রদান করতে সক্ষম। সুতরাং, গ্রীষ্মের তাপদাহ যেই পরিমানেই হোক না কেন, নিশ্চিন্ত থাকতে পারেন।
ফ্যান কন্ট্রোল সিস্টেম: ৫টি ভিন্ন গতিতে কুলিং ফ্যান নিয়ন্ত্রণ করার সাথে অতিরিক্ত পাওয়ার কুলিং সুবিধা প্রদান করে। অর্থাৎ, প্রচণ্ড গরমেও প্রায় তাৎক্ষনিক রুমকে ঠাণ্ডা করার সক্ষমতা রয়েছে এই এসিটির। এই মডেলটিতে ব্যবহৃত Turbo সিস্টেমটি, স্বয়ংক্রিয়ভাবে আপনার রুমের তাপমাত্রা ডিটেক্ট করার মাধ্যমে, তুলনামূলক দ্রুততম সময়ে আরামদায়ক এবং ঠাণ্ডা বাতাস প্রদানে সক্ষম। প্রতিষ্ঠানটি দাবি করে প্রায় ৪০% দ্রুততম সময়ে, রুমের তাপমাত্রা সহনীয় পর্যায়ে আনতে সক্ষম।
Frost Clean: স্বয়ংক্রিয়ভাবে এসিটি ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যবর্তী অংশকে এসি ব্যবহার করে বন্ধ করার পর, শুষ্ক রাখে যাতে করে অতিরিক্ত ধুলা-ময়লা এবং কোনও ফাংগাস জন্মাতে না পারে। এতে করে আপনার কুলিং সিস্টেমটি সর্বদাই ব্যাকটেরিয়া মুক্ত থাকবে।
সাইলেন্ট অপারেশন: ইনভার্টার প্রযুক্তির এসি হবার কারণে, টানা ব্যবহার করার ফলেও এই এসিটি কোনও ধরনের অতিরিক্ত শব্দ তৈরি করার মাধ্যমে, আপনার রাতের ঘুমের কোনও সমস্যাই করবে না।
নতুন প্রযুক্তি: এই মডেলটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যেটি আগের এসির মডেলগুলোর তুলনায় আরও বেশী কার্যকরী, সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী। এর মধ্যে বড় পরিবর্তন এসেছে এই মডেলটির বাতাস প্রবাহ সিস্টেমে। পুরাতন মডেলগুলোর তুলনায় এটিতে ব্যবহার করা হয়েছে –
- তাপমাত্রার রেঞ্জ ১৬-৩১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রনে সক্ষম।
- এয়ার প্লাজমা প্রযুক্তি এটি মুলত এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে, আপনার রুমের বাতাসে বিদ্যমান বিভিন্ন ধরনের ধুলা, ব্যাকটেরিয়া মেরে ফেলার মাধ্যমে, রুমের পরিবেশকে সর্বদাই পরিষ্কার রাখতে সহায়তা করে। অনেকটাই Air Purifier যেভাবে কাজ করে।
- বৈদ্যুতিক ভোল্টেজ এসিটি যেহেতু বাংলাদেশে তরি, তাই এটি আমাদের দেশের ব্যবহৃত বিদ্যুৎ সরবরাহের সিস্টেমকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এসিটি ১৩০-২৮০ ভোল্টেজে কাজ করতে সক্ষম। অর্থাৎ, এরিয়া ভেদে যদি আপনার বাসা কিংবা অফিসে বৈদ্যুতিক ভোল্টেজের তারতম্য হয়েও থাকে, এরপরও কোনও সমস্যা হবেনা।
এসিটির টেকনিক্যাল বিষয়গুলো জানার জন্য অনুগ্রহ করে নিচের লিংকটি ক্লিক করে জেনে নিতে পারেন। এখানে Technical Specifications বক্সে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন। আমরা শুধুমাত্র ব্যবহার করার ভিত্তিতে এই এসির একটি রিভিউ প্রদান করার চেষ্টা করেছি মাত্র।
<- ডিসকাউন্ট প্রাইসের জন্য এই লিংক ক্লিক করুন ->
সুবিধাসমুহ
- অন্যান্য ব্র্যান্ডের ইনভার্টার প্রযুক্তির এসির তুলনায় এই মডেলের এসির প্রাইস তুলনামূলক অনেক কম। আকর্ষণীয় ডিজাইন, নতুন প্রযুক্তি এবং পরিবেশ-বান্ধব প্রযুক্তির গ্যাস থাকার কারনে এই এসি মূলত বাসা কিংবা অফিসে সবথেকে বেশী মানানসই।
- এই এসির রুম ঠাণ্ডা করার ক্ষমতা অনেক বেশী। এই মডেলটিতে বিদ্যমান ফ্যানের সুইং করার ক্যাপাসিটির ভিন্নতা এবং Turbo প্রযুক্তি থাকার কারণে অধিকতর কম সময়ে রুমকে ঠাণ্ডা করতে সক্ষম।
- ডিসপ্লেযুক্ত এসিটিতে আপনি প্রায় সকল ধরনের তথ্যই দেখতে পাবেন। এমনকি যদি কোনও সমস্যা হয়ে থাকে, তাহলেও এসি নিজ থেকেই সেটি ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করবে।
- Walton Air Conditioner WSI-ACC (DIGITAL DISPLAY)-18H এর স্থায়িত্ব নিয়ে চিন্তা করার কিছুই নেই। সঠিক নিয়ম এবং রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে এসিটি ব্যবহার করলে দীর্ঘদিন এর থেকে সেবা পাবেন বলে আশা করি। যেকোনো এসির জন্য নিয়মিত সার্ভিসিং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা এর মাধ্যমে এসির কার্যকারিতা এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়। এসির জন্য রক্ষণাবেক্ষণ কেন প্রয়োজন এটির বিস্তারিত জানতে পারবেন এসি সার্ভিসিং এর প্রয়োজনীয়তা এই আর্টিকেল থেকে।
- Walton Air Conditioner এর অফিসিয়াল গ্যারান্টি এবং সার্ভিস টীম রয়েছে যার মাধ্যমে আপনি কম্প্রেসরে পাচ্ছেন প্রায় ১০ বছরের গ্যারান্টি এবং ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির নিশ্চায়তা। সুতরাং, ক্রয় করার পর নিশ্চিতে ব্যবহার করার সুবিধা পাবেন।
- ইনভার্টার প্রযুক্তির হবার কারণে এটি শীতলীকরণ কাজের জন্য অপেক্ষাকৃত কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে। ফলশ্রুতিতে বেশী বিদ্যুৎ বিল, বোঝা হিসাবে আপনার জন্য সমস্যার সৃষ্টি করবে না। ইনভার্টার এসি কিভাবে কাজ করে এবং এর সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন “ইনভার্টার এসির বিস্তারিত” এই আর্টিকেল থেকে।
অসুবিধাসমুহ
- এসিটি ইনভার্টার প্রযুক্তির হবার কারনে, এটি রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক বেশী। যদিও ওয়ালটন আপনাকে লংটার্ম সার্ভিসিং প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তারপরও, Sebokbd.com এর দক্ষ টেকনিশিয়ান রয়েছে যারা গ্যারান্টির মাধ্যমে সেবা প্রদান করে থাকে। এসি সার্ভিসিং এর জন্য সেবক এর রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ। এদের সার্ভিসিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংক থেকে ->
কোথায় পাবেন?
যেকোনো ধরনের বৈদ্যুতিক এপ্লায়েন্স ব্যবহার করার জন্য অবশ্যই সেটিকে অফিসিয়াল কোনও সোর্স থেকে ক্রয় করা অত্যাবশ্যক কেননা এতে করে প্রোডাক্ট এর কোয়ালিটি ভাল থাকবে এবং সেই সাথে বিক্রয়ত্তর সেবাও পাবেন। আন-অফিসিয়াল প্রোডাক্ট নকল হবার সাথে সাথে ব্যবহারে দুর্ঘটনার ঝুঁকিও থাকে অনেক বেশী।
Walton Air Conditioner WSI-ACC (DIGITAL DISPLAY)-18H এই এসিটি Sebokbd.com এর পক্ষ থেকে অনলাইন অর্ডার এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। এছাড়াও, সেবক দিচ্ছে ১০ বছরের কম্প্রেসর অফিসিয়াল গ্যারান্টি, সকল সার্কিট এর উপর ২ বছরের অফিসিয়াল গ্যারান্টি এবং ৩ বছরের বিক্রয়ত্তর সার্ভিসিং সুবিধা। এছাড়াও সমগ্র বাংলাদেশে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধাও প্রদান করছে Sebokbd.com
কেন সেবক থেকে কিনবেন?
- ১০০% অফিসিয়াল প্রোডাক্ট। সহজ ওয়ারেন্টটি পলিসি।
- দক্ষ টেকনিশিয়ান এর মাধ্যমে ইন্সটলেশন সেবা প্রদান।
- দক্ষ টেকনিশিয়ান এর মাধ্যমে সার্ভিসিং প্রদান।
- মানসম্মত “ইন্সটলেশন কিট” এর ব্যবহার।
- ডিসকাউন্ট প্রাইসে কেনার সুবিধা।
- মানসম্মত গ্রাহক সেবা।
- ফ্রি ডেলিভারি সিস্টেম।
<- ডিসকাউন্ট প্রাইসের জন্য এই লিংক ক্লিক করুন ->
আশা করছি, আর্টিকেলটি আপনার ভাল লেগেছে। যদি এই আর্টিকেল সম্পর্কিত কোনও প্রশ্ন কিংবা মতামত জানাতে চান তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার। এছাড়াও অন্য কোনও মডেলের এসি সম্পর্কে আপনার জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন। আমরা চেষ্টা করবো দ্রুততার সাথে রিভিউ প্রদানের।